হাতে হাত ধরে
- পুলক আরাফাত - নির্ণয় ১৮-০৫-২০২৪

কোন দূর রাজ্যের ভিড়ে একাকী গভীর আবেগে-
এক শীতল রাতে হারাতে মন চায়।
দেখে নিতে মন চায় বাতাসের গভীরতায় জলের নাচন।
সূর্যদীঘল পথের বৃন্তে একাকী ফুটে উঠা ফুলের উচ্ছ্বাস।
কোন কাজল কালো রাতের মায়ায়-
হার মানানো কবিতার পঙক্তির তিরোধান।
লাস্যময়ী শীতের ভোরের প্রবাহে সমুদ্র বালুচরে-
গত বিকেলে আঁকা প্রেয়সীর নাম।
মধ্যরাতের মুগ্ধতায় চাঁদের আলোয় মুড়ানো-
তিরতির বাতাসের খেলা।
যাই যত বলি; দেখা হবেনা কখনো আমার দেশের মতো-
বিরহ সুখের প্লাবনে ঘেরা কোন দেশ।
কালের চামচে চামচে গড়া সময়ের স্বরে-
জেনো রুদ্র মেঘের কোলাহল।
কিছুটা দ্রোহে আর বাকিটা নির্লিপ্ত রমনের ডানা ঝাপটায়।
চলতে থাকা জীবনের শেষ অধ্যায়ে রচিত থাকুক-
এলোমেলো বাতাসের ছোটাছুটি।
জেগে থাকা রাতের বুননে সাথে থাকুক শেষ পর্যন্ত-
প্রিয়ার হাতের বানানো এক কাপ চা।
আর পড়ন্ত বিকেলে মাতাল ঘুড়ির মতো হাতে হাত ধরে-
প্রনজ উড়ে চলা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।